বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: জিতুর পর চলে গেলেন ইয়াসিন

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৭

তেজতুরী বাজারের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন জিতু হাসান ও ইয়াসিন তালুকদার। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিতু।

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনায় দগ্ধ ইয়াসিন মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১০টা দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

এর আগে শুক্রবার তেজতুরী বাজারের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন জিতু হাসান ও ইয়াসিন তালুকদার। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিতু।

চিকিৎসকরা জানিয়েছিলেন, আগুনে জিতুর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়। অন্যদিকে ইয়াসিনের শরীর দগ্ধ হয় ৫০ শতাংশ।

ইয়াসিনের বড় ভাই ইসমাইল তালুকদার বলেন, ‘আমার ভাই শিক্ষকতা করত। সে অবিবাহিত ছিল।’

তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমাদের বাড়ি চাঁদপুরের বাবুরহাট থানার দাষাদী গ্রামে।’

এ বিভাগের আরো খবর