বিএনপিকে কারা, কী কারণে ভোট দেবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোলা এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারদের না চেনার কারণে সরকারপ্রধান এ কথা বলেছেন।
জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশন শেষে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় পরদিন এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ তার মালিকানা ফিরে পায়, তাহলে প্রধানমন্ত্রী আপনি দেখবেন, ভোট কাকে বলে। আপনি তো আছেন দখলদার ডাকাতের মতো করে।’
আগের দিনের সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ওদের কে ভোট দেবে? আমি সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করি- কারা, কী কারণে, কোন সুখের স্বপ্নে বিএনপি বা অন্যদের ভোট দেবে? আমরা কিছু করলাম কি না, সেটাও একটু তুলনা করেন।’
এর জবাবে রিজভী বলেন, ‘আপনাকে (প্রধানমন্ত্রী) সুস্পষ্ট করে বলতে হবে ভোট কে দেয়। পুলিশ, র্যাব-বিজিবি নাকি সরকারের সংগঠনের ছেলেরা? এটা আপনি আগে বলুন।
‘বিএনপিকে ভোট দেবে দেশের মালিক জনগণ যদি সুষ্ঠু নির্বাচন হয়। আপনারা জোর করে ডাকাতের মতো করে ক্ষমতায় এসেছেন। কে ভোট দেবে সে ভোটারদের কে, আপনি চেনেন না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি নেতা বলেন, ‘আপনি তো ভোট করেছেন নিশিরাতে। আপনি নিশিরাতের প্রধানমন্ত্রী। সুতরাং ভোটারদের তো আপনার চেনার কথা না। আপনি ভোটারদের চিনবেন কেন? আপনি চিনবেন র্যাব-পুলিশ এবং নিশিরাত। যিনি নিশিরাতে বিচরণ করে তিনি কি স্বাভাবিক মানুষ? তার কাছে কি কোনো স্বচ্ছতা আছে? তার কাছে স্বচ্ছতা বলতে কোনো কিছু নাই।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ ও ‘বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র প্রতিনিধি সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।
তিনি ‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে’ সংগ্রাম করতে শিক্ষকদের প্রস্তুত থাকার পরামর্শ দেন।
রিজভী বলেন, ‘দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আর জাগিয়ে তোলার যে শক্তি সেটা আপনাদের মধ্যেই আছে। …আপনারা যেমন একজন মানুষকে শিক্ষিত করে তোলেন, তেমনি এই দেশের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে মহান সংগ্রাম, আন্দোলন আসছে, তার জন্যও আপনাদের প্রস্তুত থাকতে হবে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়ায় চড়ে সে। এসব বাদ দিয়ে দেন, সংশোধন করেন, এখন আওয়ামী লীগ করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ-যুবলীগ করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে।
‘মাহমুদুর রহমান মান্না, সেলিম ভূঁইয়া এদের মতো মানুষের এখন সমাজে দাম নাই। দাম আছে যারা আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে, যুবলীগ করে।’
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীও।