দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকার সাভারে আমিনবাজারে নির্মাণাধীন ৮ লেনের সেতু পরিদর্শনে মঙ্গলবার বেলা ১১টার দিকে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।
‘আন্দোলনের নামে কেউ সহিসংতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ ছাড়া সম্প্রতি যুক্তরাজ্যে টিউলিপের গাড়ি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ব্রিটিশ সরকারের পদক্ষেপের বিষয়টিও নজরে রাখা হচ্ছে।’
নির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রচলিত নিয়ম অনুসারে নির্বাচন হবে। সংশয়ের কোনো কারণ নেই।’
আমিনবাজারে ৮ লেনের ২৩২ দশমিক ৯৪ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় সেতুর প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। গত ফেব্রুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা রয়েছে।