ফরিদপুরের বোয়ালমারীতে এনজিওকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার বাকি আট আসামিকে খালাস দেয়া হয়েছে।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় মঙ্গলবার দুপুর ১টার দিকে এ রায় দেন।
দণ্ডিত রিপন মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল নিউজবাংলাকে জানান, ২০০৯ সালের ১২ জুলাই স্থানীয় একটি এনজিওতে কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন ওই নারী। রাস্তায় রিপন মোল্লাসহ কয়েকজন তাকে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।
পরদিন ওই নারীর বাবা বোয়ালমারী থানায় নয়জনের নামে ধর্ষণ ও হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আদালত দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(২) ধারায় রিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়। বাকি আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।