বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-বাইক সংঘর্ষে নিহত মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ১৬:৫২

গোলড়া হাইওয়ে থানার এসআই প্রেমধন মজুমদার জানান, দুপুরে মোটরসাইকেলে মনিকগঞ্জে আসছিলেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সৌরভ সেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কে বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মারা যান সৌরভ।

মানিকগঞ্জ সদরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন।

উপজেলার বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার।

মৃত ব্যক্তির নাম সৌরভ সেন। তার বাড়ি কুষ্টিয়া সদরের কালীশঙ্কর এলাকায়। তিনি মানিকগঞ্জে এসকেএফ ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।

এসআই প্রেমধন জানান, দুপুরে মোটরসাইকেলে মানিকগঞ্জে আসছিলেন সৌরভ। পথে ঢাকা-আরিচা মহাসড়কে বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মারা যান সৌরভ।

এসআই আরও জানান, মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনার পর থেকে পলাতক বাসের চালক ও হেলপার। বাসটি জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর