নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি গ্রাম থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলামের বাড়ি একই গ্রামে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, সোমবার সন্ধ্যায় রবিউল শিশুটিকে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে রবিউল পালিয়ে যান।
পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সঞ্চিতা রানী জানান, প্রাথমিকভাবে শিশুটির শরীরে ধর্ষণের আলামত মিলেছে। শিশুটি আশঙ্কামুক্ত হলেও আতঙ্কগ্রস্ত। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হবে।
ওসি জানান, রাত ২টার দিকে শিশুটির বাবা রবিউলকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে রবিউলকে তার আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে।