বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পঙ্গু হাসপাতালে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানোর খবর কতটা সত্য

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ১৪:৩০

পঙ্গু হাসপাতালে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে, সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর অনেকেই ভিড় জমান হাসপাতালটিতে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিনা মূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজনের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ ধরনের বিভ্রান্তিকর খবর বা তথ্যের বিষয়ে সজাগ থাকার অনুরোধও জানিয়েছে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত প্রতিষ্ঠানটি।

পঙ্গু হাসপাতালে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে, সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর অনেকেই ভিড় জমান হাসপাতালটিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ’বিগত কয়েক দিন কিছু কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বিনা মূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেয়া হচ্ছে। যাদের প্রয়োজন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে।

‘এ ধরনের খবর একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান একটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান থেকে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয় নাই এবং এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নাই।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ বলেন, ‘কয়েক দিন ধরে কপি-পেস্ট করে ফেসবুকের অসংখ্য আইডি ও পেজ থেকে এ ধরনের তথ্য পোস্ট ও শেয়ার করা হয়েছে। এমনকি পোস্টটি একজন চলচ্চিত্র নায়িকার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়। যদিও পরবর্তী সময়ে তিনি তা সরিয়েও নিয়েছেন।’

এ বিভাগের আরো খবর