আড়াই মাস আগে অনেক কষ্টে জমানো টাকায় এপাচি আরটি আর ১৬০ সিসির মোটরসাইকেলটি কেনেন প্রবাসী শরিফুল ইসলাম। এর কিছুদিন পরই তিনি আবার কাতারে চলে যান।
বাড়ির সিঁড়ির নিচে রাখা সেই বাইকে সোমবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। ধোঁয়া বের হতে দেখে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুড়ে গেছে শখের গাড়ি।
মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের এই ঘটনার খবর পুলিশ পেয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, লিখিত অভিযোগ পেলে তারা খতিয়ে দেখবে।
প্রবাসীর বাবা নাহারুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘সোমবার রাতে কেউ শত্রুতা করে আমার ছেলের শখের গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।’
ওসি বজলুর রহমান বলেন, ওই পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।