বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধুদের সঙ্গে সাগরে গিয়ে নিখোঁজ

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ১০:০৪

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলারের আরোহীরা কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর বাসিন্দা। তারা সবাই বন্ধু। সোনাদিয়ার পশ্চিম প্রান্তে ঘুরতে যাওয়ার জন্য তারা সোমবার সকালে ট্রলারে করে বের হয়েছিলেন।

কক্সবাজারের মহেশখালীতে পর্যটকবাহী একটি ট্রলার তক্তা ফেটে ডুবে গেছে। ৯৯৯ নম্বরে ফোন করে ট্রলারের আরোহীরা সাহায্য চাইলে নৌ-পুলিশ গিয়ে ১৪ জনকে উদ্ধার করে। তবে পাওয়া যায়নি একজনকে।

উপজেলার সোনাদিয়ায় সোমবার রাতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম শাকিব হাসান বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলারের আরোহীরা কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর বাসিন্দা। তারা সবাই বন্ধু। সোনাদিয়ার পশ্চিম প্রান্তে ঘুরতে যাওয়ার জন্য তারা সোমবার সকালে ট্রলারে করে বের হয়েছিলেন।

পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখে ফেরার সময় রাত ৯টার দিকে সাগরের ব্ল্যাকের দিয়া নামের অংশে তাদের বহনকারী ট্রলারটি বালির চরে আটকা পড়ে।

আরোহীরা সেটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টা করলে ভাটার টানে তা সাগরের মাঝখানে চলে যায়। এর তলাও ফেটে যায়। তখনই তাদের মধ্যে একজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। এর মধ্যে কয়েকজন পানিতে পড়ে যান।

ওসি আশিক জানান, ৯৯৯-এ কল পেয়ে নৌ-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি ইউনিট উদ্ধারে যায়। রাত প্রায় ১২টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা জয়। তবে শাকিব হাসান নামের একজন নিখোঁজ রয়েছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, শাকিবকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর