বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমপি রিমনের সিসি ক্যামেরা নিয়ে এমপি নাদিরার জিডি

  •    
  • ৪ অক্টোবর, ২০২১ ১৯:৩৯

এমপি সুলতানা নাদিরা সবুর নিউজবাংলাকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার কোম্পানির জেনারেল ম্যানেজার জিডি করেছেন। কে এই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।’

বরগুনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সুলতানা নাদিরা সবুরের বাসা তাক করে বৈদ্যুতিক খুঁটিতে সিসিটিভি ক্যামেরা বসানোর ঘটনায় পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পাথরঘাটা থানায় সোমবার সংসদ সদস্যের পক্ষে ওই জিডি করেছেন সেলিম খলিফা। সেলিম এমপি নাদিরার মালিকানাধীন মধুমতি টাইলস কোম্পানির জেনারেল ম্যানেজার।

নিউজবাংলাকে ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘মধুমতি টাইলস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ৩১৫ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা সবুরের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসার সামনের বৈদ্যুতিক খুঁটিতে কে বা কারা একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। যা এমপির জীবনের জন্য হুমকি এবং তার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করছে’।

ডায়েরি বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে এমপি সুলতানা নাদিরা সবুর নিউজবাংলাকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার কোম্পানির জেনারেল ম্যানেজার জিডি করেছেন। কে এই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘ওই ক্যামেরা কে বা কারা কী উদ্দেশ্যে বসিয়েছে বিষয়টি আমরা খোঁজ নেব।’

এর আগে এমপি নাদিরা সবুরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন গোপন নজরদারি করতে ওই সিসি ক্যামেরা বসিয়েছে।

অভিযোগের বিষয়ে এমপি রিমন জানান, ‘আমার বাসার সামনে রাস্তার দুই দিকে দুটি সিসিটিভি ক্যামেরা বসাইছি। কারো বাসার দিকে আমি ক্যামেরা বসাইনি। আমি নিজের নিরাপত্তার জন্য রাস্তা মনিটর করতে ওই দুটি ক্যামেরা দিয়েছি। আপনি চাইলে আমি আপনাকে মনিটরে দেখাব।’

তিনি আরও বলেন, ‘এটা স্রেফ তাদের মনের ভ্রান্তি, আমার সঙ্গে এটা গায়ে পড়ে ঝগড়ার মতো আচরণ ছাড়া আর কিছু না।’

এ বিভাগের আরো খবর