বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রী হত্যায় রিকশাচালকের যাবজ্জীবন

  •    
  • ৪ অক্টোবর, ২০২১ ১৮:১৭

রিকশাচালক রাসেল মাহমুদ সবুজ ২০১৪ সালের ১০ ডিসেম্বর সকালে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এর পর তার স্ত্রী শোভাকেও দেখা যায়নি। পাশের বাসার ভাড়াটিয়া রিনা চার দিন পর ঘটনাটি বাড়ির মালিককে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে বাসা থেকে শোভার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় রাসেল মাহমুদ সবুজ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা বেগম সোমবার এ রায় ঘোষণা করেন।

আসামি সবুজকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মামলার একমাত্র আসামি সবুজ পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেয় আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. মিজান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি রাসেল মাহমুদ সবুজ পেশায় রিকশাচালক। প্রেমের সম্পর্ক থেকে ২০১৪ সালের মার্চে তিনি বিয়ে করেন শোভা বেগম নামের তরুণীকে। বিয়ের পর বিভিন্ন কারণে শোভাকে মারধর করতেন সবুজ। তারা কদমতলী হাজী খোরশেদ আলী রোডের একটি বাসায় ভাড়া ছিলেন।

নিজ বাসা থেকে সবুজ ২০১৪ সালের ১০ ডিসেম্বর সকালে বের হয়ে আর ফিরে আসেননি। এর পর শোভাকেও আর দেখা যায়নি। পাশের বাসার ভাড়াটিয়া রিনা চার দিন পর ঘটনাটি বাড়ির মালিককে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে বাসা থেকে শোভার মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় শোভার বোন রিভা বেগম কদমতলী থানায় মামলা করেন। আসামি করা হয় সবুজকে।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও কদমতলী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নজরুল ইসলাম।

পরের বছর ২৭ আগস্ট সবুজের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয়। অভিযোগপত্রভুক্ত ২২ সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষ্য দিয়েছেন।

তথ্যপ্রমাণ ও সাক্ষ্য বিবেচনায় আদালত সোমবার মামলার রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর