মানিলন্ডারিং আইনের মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিন এবং তার স্ত্রী সারমীন আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম।
এর আগে কলাবাগান থানায় করা মামলাটি দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) সোহানুর রহমান।
আসামিদের পক্ষে কামরুজ্জামান চৌধুরী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফ সাফায়েত হোসেন।
এর আগে আসামিদের রোববার রাতে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে ২৬ আগস্ট কলাবাগান থানায় মামলা করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক (নি.) নাফিজুর রহমান।
এতে বলা হয়েছে, আসামিরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির নামে ই-কমার্স ব্যবসার আড়ালে অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা চালাচ্ছিলেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আয়ের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিতেন। এছাড়া আসামিরা কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন।