আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের কোনো আশা নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানুষ তাদেরই ভোট দেয়, যাদের ক্ষমতায় যাওয়ার আশা আছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলনে সোমবার এই মন্তব্য করেন সরকারপ্রধান।
বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী বরাবর গণমাধ্যমের সামনে আসেন। শুরুতে তিনি তার সফরের বিষয়ে একটি লিখিত বক্তব্য রাখেন। তবে গণমাধ্যমকর্মীরা সাধারণত সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে প্রশ্ন রাখেন।
গত কয়েক মাসে রাজনৈতিক বিষয়ে দেশে কোনো আলোচিত ঘটনা নেই। তবে এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যমকর্মীদের প্রশ্নেও এ বিষয়টিই প্রাধান্য পায়।
এমন এক প্রশ্নে প্রধানমন্ত্রী উল্টো জানতে চান, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে জনগণ কেন ভোট দেবে।
তিনি বলেন, ‘কে আছে এর বাহিরে কাকে দেবে? এর বাহিরে আর কে আছে?
‘ওদের (বিএনপি) ভোট কে দেবে, এটা জিজ্ঞেস করেন। কোন আশায় বিএনপি বা অন্যদের ভোট দেবে একটু বলেন শুনে রাখি।… মানুষ ভোট দেয় যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। তাদের তো কোনো সম্ভাবনা নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না। আকাঙ্ক্ষা থাকলে আমার বাবা যেমন অনেক আগেই মন্ত্রী-এমপি হতে পারতেন, আমিও পারতাম। কিন্তু সেটা তো আমি করিনি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-প্রধান বলেন, ‘সবশেষ যে নির্বাচন হয়েছে তাতে ভোটাররা ছিল স্বতঃস্ফূর্ত। অনেক চেষ্টা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এরপরেও নির্বাচন হয়েছে।’
ভোটের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের আমলের শেষ নির্বাচন প্রসঙ্গও তোলেন। বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তাহলে সেটাতে বিএনপি কেন ভোট পায়নি। এটা তাদের জিজ্ঞেস করেন।’
তিনি বলেন, ‘এত সুবিধা পেয়ে গালিটাও আওয়ামী লীগের ওপরে । তা তো হবেই।’
সরকারে আওয়ামী লীগ ও অন্যদের সময়ের তুলনাও করেন শেখ হাসিনা। বলেন, ‘২১ বছরে (১৯৭৫ থেকে ১৯৯৬ সাল) মানুষ কী পেয়েছে? আর আওয়ামী লীগের সময় মানুষ কী পেয়েছে।’