আগামী ৭ অক্টোবর সৈয়দপুর-কক্সবাজার রুটের উদ্বোধনী ফ্লাইটের টিকিটের দামে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ অক্টোবর শুরু হতে যাওয়া সৈয়দপুর-কক্সবাজার ও ৯ অক্টোবর শুরু হতে যাওয়া কক্সবাজার-সৈয়দপুর রুটের উদ্বোধনী ফ্লাইটে এ সুবিধা পাওয়া যাবে।
বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনসের পর ঢাকা থেকে প্রচলিত রুটের বাহিরে গিয়ে আন্তজেলা ফ্লাইট সার্ভিস শুরু করতে যাচ্ছে বিমানও। এর অংশ হিসেবেই আগামী বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার রুটে শুরু হচ্ছে ফ্লাইট। প্রাথমিকভাবে প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার ও প্রতি শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।
এছাড়াও সৈয়দপুর বিমানবন্দরে যাওয়া-আসা করা যাত্রীদের জন্য রংপুর ও দিনাজপুর থেকে ফ্রি এসি কোচ সার্ভিসও দিচ্ছে বিমান। রংপুর শহরের পর্যটন মোটেল ও দিনাজপুর জেলার প্রেসক্লাব ও কালিতলা থেকে এ সুবিধা পাওয়া যাবে।
সুবিধা নিতে চাওয়া যাত্রীদের ফ্লাইটের অন্তত দুই ঘণ্টা আগে পিকআপ পয়েন্টে থাকতে হবে।