বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুযোগ থাকলেও ২৪ চ্যানেল বন্ধ রাখছেন অপারেটররা

  •    
  • ৪ অক্টোবর, ২০২১ ১৬:০৬

তথ্যমন্ত্রী বলেন, ‘এগুলো চালাতে কোনো বাঁধা নেই, কিন্তু অপারেটররা সেগুলো বন্ধ রেখেছেন। এ ব্যাপারে যদি কোনো পত্রের দরকার হয়, আমরা সেটা দিয়ে দেব আপনাদের কাছে, কেবল অপারেটরদের কাছে। এরপরও যদি কেউ না চালায় তাহলে সেটা শর্ত ভঙ্গ হবে। এই শর্ত ভঙ্গের কাজ কেউ করবেন না।’

ক্লিনফিডসহ আসলেও ২৪টি বিদেশি চ্যানেল সম্প্রচার ইচ্ছা করে ক্যাবল টিভি অপারেটররা বন্ধ রাখছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। জানান, চ্যানেলগুলো বন্ধ রেখে অপারেটররা তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন।

টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) নেতাদের সঙ্গে সোমবার বৈঠক শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার তথ্যমন্ত্রী বলেছিলেন, ‘বিসিবি, সিএনএন, আল-জাজিরা, ফ্রান্স টিভি, রাশান টিভি, ইউরো টিভি, এনিমেল্ট প্ল্যান্টেটসহ ১৭ টিভি বাংলাদেশে ক্লিন ফিডে আসে। সেগুলোও তারা চালাচ্ছেন না। যেটি কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ। সুতরাং কেউ শর্ত ভঙ্গ করলে শর্ত ভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন।’

অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠক শেষে সোমবার বলেন, ‘আমি গতকাল বলেছিলাম ১৭টি চ্যানেল ক্লিনফিডে আসে, কিন্তু এ সংখ্যা হবে ২৪টির বেশি। এগুলো চালাতে কোনো বাঁধা নেই, কিন্তু অপারেটররা সেগুলো বন্ধ রেখেছেন। এ ব্যাপারে যদি কোনো পত্রের দরকার হয়, আমরা সেটা দিয়ে দেব আপনাদের কাছে, কেবল অপারেটরদের কাছে। এরপরও যদি কেউ না চালায় তাহলে সেটা শর্ত ভঙ্গ হবে। এই শর্ত ভঙ্গের কাজ কেউ করবেন না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ক্লিনফিড পাঠানোর জন্য যে বড় রকমের ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, আসলে সেগুলো ছড়ানো হচ্ছে বিভ্রান্তির জন্য। এত কিছু লাগে না, এখন একটি কম্পিউটার দিয়ে কম প্রযুক্তি দিয়ে এগুলো করা সম্ভব।… যারা এসব চ্যানেল ডাউনলিংক করার অনুমতি নিয়েছেন, তারা ব্যবসা করার স্বার্থে এই অনুমতি নিয়েছেন।’

কেবল অপারেটরদের হুঁশিয়ারি করে মন্ত্রী বলেন, ‘যারা কেবল অপারেটর লাইসেন্স নিয়েছেন তারা সে শর্তেই (ক্লিনফিড চ্যানেল প্রচার) নিয়েছেন। এমন নয় যে, তারা ছাড়া কেউ কেবল অপারেটর হতে চান না। আমাদের কাছে হাজার হাজার দরখাস্ত জমা পড়ে আছে। দেশের হাজার হাজার মানুষ কেবল অপারেটর লাইসেন্স চায়। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। সুতরাং কেউ আইন ভঙ্গ করলে, বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর