বরগুনায় চুরির অভিযোগ তুলে ১১ বছরের এক ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বরগুনা জেনারেল হাসপাতালে রোববার রাতে ওই শিশুটিকে ভর্তি করা হয়।
সদর উপজেলায় ৮ নম্বর ইউনিয়নের কলাতলা গ্রামে রোববার বিকালে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা নিউজবাংলাকে জানান, বিকালে বরগুনা সদর ইউনিয়নের কলাতলা গ্রামে মল্লিকের মুদি দোকানে যায় তার ছেলে। দোকানদার বাদশা তখন ঘুমিয়েছিলেন। ঘুম থেকে জেগে ছেলেটিকে দোকানে বসে থাকতে দেখে টাকা ও খাবার চুরির অভিযোগে মারতে থাকেন।
পরে পরিবারের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল ভর্তি করে।
এ বিষয়ে দোকানদার বাদশা মল্লিকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, মারধরের খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির নানা রোববার সন্ধ্যায় থানায় অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।