ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রতিষ্ঠাতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে সোমবার সকালে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। রিপনের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহককে পণ্য না দিয়ে অর্থ আত্মসাত করেছেন তিনি।
এ বিষয়ে সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
অবিশ্বাস্য সব অফার দিয়ে আলোচনায় আসা কিউকমের মালিককে কিছুদিন ধরেই নজরদারিতে রেখেছিল ডিবি। বাহিনীটি বলছে, দেড় বছর আগে ই-কমার্স কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা সংগ্রহ করলেও সে অনুযায়ী পণ্য সরবরাহ করেনি।
দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে নানা ধরনের অভিযোগ উঠছে। বেশির ভাগ অভিযোগ, প্রতিষ্ঠানগুলো টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করছে।
গ্রাহকদের এমন অভিযোগের মুখে সম্প্রতি গ্রেপ্তার করা হয় ইভ্যালি, ই-অরেঞ্জসহ অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের।