রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে।
সি ইউনিটের পরীক্ষা দিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে এ বছরের ভর্তি পরীক্ষা, চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।এবারের ভর্তি পরীক্ষায় এ, বি ও সি ইউনিটে কোটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৪ হাজার ১৯১ আসনে অংশ নেয়ার কথা ১ লাখ ২৭ হাজার ৬৪৭ শিক্ষার্থীর।
সে হিসাবে প্রতি সিটের জন্য লড়বেন প্রায় ৩১ ভর্তীচ্ছুক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সোমবার তিন শিফটে সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা চলবে। শিফটগুলো হলো সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা।
এই ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষায় অংশ নেবেন।এ (মানবিক) ইউনিটের পরীক্ষা হবে মঙ্গলবার ও বি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা হবে বুধবার। প্রতিদিনই তিন শিফটে পরীক্ষা নেয়া হবে।