বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল স্কুলপড়ুয়া দুই বন্ধু। কিন্তু দুর্ঘটনায় পড়ে তাদের একজনের প্রাণ গেছে। নিহত বন্ধুটির নাম জিহাদ। দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঘটে ওই দুর্ঘটনা। পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় বাইকটিকে। পরে গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু রাকিব হোসেন জানান, দুই বন্ধু মিলে বাইক নিয়ে ঘোরাঘুরির একপর্যায়ে তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় হাইওয়েতে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে জিহাদ রাস্তায় ছিটকে পড়ে এবং মারাত্মক আহত হয়।
জিহাদ শরীয়তপুর জেলার জাজিরা থানার মো. খবির উদ্দিনের ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লা সাহেবপাড়া এলাকায় তারা থাকত। জিহাদের বাবা সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।