টাকার লেনদেন ছাড়াই কক্সবাজার-টেকনাফ থেকে ঢাকায় পাঠানো হয় হাজার হাজার ইয়াবা। এ জন্য ভিন্ন কৌশল নিয়েছেন মাদক কারবারিরা। ঢাকায় যারা ইয়াবা নিয়ে আসেন তাদের পরিচিত কাউকে টেকনাফে বন্ধক রাখা হয়। ইয়াবা বিক্রির টাকা পাইকারি কারবারির হাতে যাওয়ার পর বন্ধক রাখা ব্যক্তিকে ছাড়া হয়। কথামতো টাকা না দিলে বন্ধক থাকা ব্যক্তিকে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ।
কক্সবাজার ঘুরতে গিয়ে কারবারিদের হাতে বন্ধক হন রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন। বিনা পয়সায় কক্সবাজার ঘোরাতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের পাইকারি ইয়াবা কারবারিদের কাছে তাকে বন্ধক রেখে আসার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা সামির আহম্মেদের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, ফরহাদকে বন্ধক রেখে ঢাকায় ফিরে আসেন লাদেন। কিন্তু লাদেন কক্সবাজার-টেকনাফের কারবারিদের কাছে ইয়াবার টাকা পৌঁছে না দেয়ায় ফরহাদকে মারধরের ভিডিও বানিয়ে ইমো অ্যাপসের মাধ্যমে সেটি পরিবারের কাছে পাঠানো হয়। কারবারিরা সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ফরহাদের পরিবারের কাছে।
মুক্তিপণ চেয়ে ফোন আসার পর ফরহাদের বাবা হাতিরঝিল থানায় অপহরণ মামলা করেন। এই মামলার তদন্ত করতে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ জানতে পারে অপহরণের পেছনের ঘটনা। বেরিয়ে আসে ইয়াবা কারবারিদের মানুষ বন্ধক রাখার কৌশল।
শনিবার টেকনাফের একটি বাড়ি থেকে ফরহাদকে উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার করা হয় অপহরণের সঙ্গে জড়িত সাব্বির আহমেদ, নুরুল আমিন ও সাদ্দাম হোসেনকে। তবে অধরা থেকে যান সামির। তারও শেষ রক্ষা হয়নি। রোববার সকালে সামিরকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ইয়াব পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: সংগৃহীত
ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা নিউজবাংলাকে বলেন, ‘ফরহাদকে উদ্ধারে গিয়ে আমরা ইয়াবা কারবারিদের বিষয়টি জানতে পেরেছি। ফরহাদ আদালতে দেয়া জবানবন্দিতে জানিয়েছেন, সামির তাকে কোনো খরচ ছাড়াই কক্সবাজারে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হন ফরহাদ। ২ সেপ্টেম্বর তারা কক্সবাজার যান। সেখানে যাওয়ার পর তিন-চারজন লোক আসেন। সামির ও বাকিরা মিলে ফরহাদকে আটক করে রাখে।
তিনি বলেন, ‘২৬ সেপ্টেম্বর রাতে মুক্তিপণ চাওয়া হয় ফরহাদের পরিবারের কাছে। সাড়ে তিন লাখ টাকা দাবি করেন তারা। তবে এত টাকা দেয়ার সামর্থ্য না থাকায় ১০ হাজার টাকা বিকাশ করেন ফরহাদের বাবা। এতেও ছেলেকে ফিরে না পেয়ে ২৯ সেপ্টেম্বর মামলা করেন তিনি।’
গ্রেপ্তার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি পুলিশ জানায়, মানুষ বন্ধক রেখে পুরো টাকা না দিয়েই ইয়াবা নিয়ে আসার নতুন কৌশল বেছে নিয়েছেন মাদক কারবারিরা। এই কারবারে যুক্ত হয়েছিলেন সামিরসহ অন্যরা।
সামিরের বরাতে ডিবি পুলিশ জানায়, তিনি ইন্টারনেট সংযোগের কাজ করতেন। তার পরিচিত একজন রাজধানীর পোস্তগোলা এলাকায় ইয়াবার ব্যবসা করেন। ওই ব্যক্তি ইয়াবা আনার জন্য সামিরকে কক্সবাজারে মুজাহিদের কাছে পাঠান। মুজাহিদ সামিরকে ইয়াবা না দিয়ে আরেকজনের মাধ্যমে ঢাকায় পোস্তগোলার ওই ব্যক্তির কাছে দুই হাজার ইয়াবা পাঠান।
পুলিশ জানিয়েছে, মুজাহিদ সামিরকে বলেন, পোস্তগোলার ওই ব্যক্তি ইয়াবার টাকা দিলে তিনি ঢাকায় ফিরতে পারবেন। তাদের অনেক অনুরোধ করলে সাদ্দাম ও মুজাহিদ সামিরকে বলেন, ‘অন্য কাউকে রেখে তুমি যেতে পারবা।’
তখন সামির ইয়াবার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে পোস্তগোলার ওই ব্যক্তির নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পান। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জোগাড় করতে না পারায় সামির ফরহাদকে বন্ধক রাখার পরিকল্পনা করেন। তাকে বিনা খরচে বেড়ানোর কথা বলে কক্সবাজার নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী ফরহাদকে টেকনাফে নিয়ে সাদ্দাম, মুজাহিদ, নূরে আলম ও ছাব্বিরদের কাছে রেখে ঢাকায় চলে আসেন।
এদিকে দুই হাজার ইয়াবার দাম না পেয়ে সাদ্দাম, মুজাহিদ, নূরে আলম ও ছাব্বির মুক্তিপণ আদায়ের জন্য ফরহাদকে মারধর করে ভিডিও করে। ওই ভিডিও ইমোতে ফরহাদের বাবার কাছে পাঠিয়ে তারা সাড়ে তিন লাখ টাকা দাবি করেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা ও কক্সবাজার-টেকনাফের মাদক কারবারিরা সমঝোতার ভিত্তিতে মানুষ বন্ধক রাখার এই ব্যবস্থা চালু করেছেন। দুই পক্ষের কথা-কাজে মিল থাকায় মানুষ বন্ধকের বিষয়টি সামনে আসে না এবং কেউ অভিযোগ করে না। তবে ইয়াবা নিয়ে আসার সময় ওই কারবারিদের কেউ গ্রেপ্তার হলে বা ঢাকার কেউ কথা না রাখলে বন্ধক থাকা ব্যক্তির পরিবারের কাছ থেকে মুক্তিপণ নেয়া হয়।
ফরহাদকে বন্ধক রাখা এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পেয়েছে ডিবি পুলিশ। এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা।