পুরান ঢাকার ধূপখোলায় অবস্থিত নিজেদের একমাত্র খেলার মাঠটিকে রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। খেলার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়।
রোববার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাঠ রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও প্রায় ২২ হাজার মানুষ এই মাঠের সঙ্গে সম্পৃক্ত। তাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের ও কষ্টের। শিগগিরই মাঠ ফেরত চাই।’
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, ‘যেভাবেই হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষায় ধূপখোলা মাঠ রক্ষা করতে হবে। মার্কেট নির্মাণের কাজ চলতে থাকলে শিক্ষার্থীরা ডাইরেক্ট অ্যাকশনে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল দলের সদস্য আন্তাজ হেনা আঁখি বলেন, ‘খেলার মাঠ হলো পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির প্রথম শর্ত। মাঠই চলে যায় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান থাকল না।’
মানববন্ধন শেষে ক্যাম্পাস থেকে ধূপখোলা মাঠ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এর আগে বৃহস্পতিবারেও মাঠ উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ধূপখোলা খেলার মাঠটি তিন ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের মৌখিক অনুমতি দেন। তখন থেকেই প্রতিষ্ঠানটি ধূপখোলা মাঠকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।