ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইলে রোববার বিকেলে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে বজ্রপাতেসাগর মিয়া নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৮ বছর বয়সী সাগর ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে। তিনি স্থানীয় হুরমত উল্লাহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। সোহেলের গরু তখন বাড়ির পাশের জমিতে বাঁধা ছিল। গরু বাড়ি আনতে যাওয়ার পথে বজ্রপাতে সাগরের মৃত্যু হয়।
বিকেলে একই সময়ে নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে রাকিবুল ইসলাম হামীম নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
১৯ বছর বয়সী রাকিবুল ইসলাম হামীম ওই গ্রামের রফিকুল ইসলাম রবির ছেলে। তিনি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, বিকেলে হামীম বাড়ির কাছে ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘাস কাটাতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন হামীম। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।