ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজনের মৃত্যু হলো।
আহত ইলেকট্রিক মিস্ত্রি রাজীব হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
রাজীবের বাড়ি সদর উপজেলার ভবনগর গ্রামে।
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতের মালখানায় রোববার দুপুর দেড়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। মালখানায় গণপূর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছিলেন। বিস্ফোরণে তারা আহত হন।
এসপি জানান, আদালতের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে শফিকুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজীবকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যায়।
প্রত্যক্ষদর্শী নুর আমিন নিউজবাংলাকে বলেন, ‘আমি তিনতলা থেকে নামছিলাম। প্রচণ্ড শব্দ শুনে ওখানে গিয়ে দেখি প্রচুর ধোঁয়া। আর ভেতরে কয়েকজন চিৎকার করছিলেন।’
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামীমুল ইসলাম জানান, আদালতের মালখানায় গণপূর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছিল। হঠাৎ বিকট শব্দ শোনা যায়। লোকজন ছুটে এসে দেখে মালখানার দরজা-জানালা ভেঙে পড়েছে। ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ওয়েল্ডিং মেশিন বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে।
এসপি জানান, এ ঘটনায় রোববার বিকেলে মুখ্য বিচারিক হাকিম আদালত ও জেলা পুলিশের পক্ষ থেকে দুইটি তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। আদালতের কমিটিতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বজেন্দ্র বিশ্বাসকে ও পুলিশের কমিটিতে এসপিকে প্রধান করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলো তদন্ত প্রতিবেদন জমা দেবে।