বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেঁচে গেল ১৫টি বক

  •    
  • ৩ অক্টোবর, ২০২১ ২২:২৯

ধানক্ষেতে পেতে রাখা ফাঁদেই ধরা পড়ে ১৫টি বক। পরে ওই ফাঁদসহ শিকারিদের কাছ থেকে বকগুলোকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা।

খেজুর পাতা দিয়ে এক ধরনের ফাঁদ পেতেছিল শিকারীরা। সেই ফাঁদেই পা রেখেছিল বকগুলো। তাদেরকে ধরে বিক্রির উদ্দেশে বাজারে নিয়ে যাওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ান স্থানীয় পরিবেশ কর্মীরা।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া অধ্যুষিত চলনবিলে। রোববার সকালে উপজেলার কলম মির্জাপুর গ্রামের ধানক্ষেতে পেতে রাখা ফাঁদেই ধরা পড়ে ১৫টি বক। পরে ওই ফাঁদসহ শিকারিদের কাছ থেকে বকগুলোকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা।

উদ্ধারের পর পাখিগুলোকে কলম ডিগ্রি কলেজ মাঠে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবীর, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ কর্মী আবু বকর সিদ্দিক, প্রিন্স মোহাম্মদ রিপনসহ আরও অনেকেই।

উদ্ধারের পর বকগুলোকে কলম ডিগ্রি কলেজ মাঠে অবমুক্ত করা হয়

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ধানক্ষেতে খেজুর পাতার ঘর বানিয়ে পাখি শিকার করার খবর পেয়ে অভিযানে গিয়েছিলেন পরিবেশ কর্মীরা। দুটি ফাঁদের সন্ধান পান তারা। পরিবেশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। সেখান থেকে ১৫টি বক ও ফাঁদ উদ্ধার করা হয়। পরে মির্জাপুর গ্রামে পাখি শিকার রোধে প্রচারণা চালানো হয় এবং পাখিগুলো কলম ডিগ্রি কলেজ মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এ বিভাগের আরো খবর