রংপুরের মিঠাপুকুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। রোববার মিঠাপুকুর উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন, রংপুর জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম প্রামাণিক, মিঠাপুকুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ব্যাংক চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবাকে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে নিয়ে যেতে এনআরবিসি ব্যাংক কাজ করছে। অসহায়, হতদরিদ্র, ভাগ্যবিড়ম্বিত মানুষের পাশে গিয়ে তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সেবা দেয়া হচ্ছে।
গ্রামের মানুষের কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিতে এনআরবিসি ব্যাংক শুরু করেছে পার্টনারশিপ ব্যাংকিং। এ উদ্যোগে নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে রংপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ সিরাজুল হক, মিঠাপুকুর উপশাখার ইনচার্জ একেএম মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।