জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলের সূত্র ধরে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া অফিসার পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ‘শনিবার দুপুরে ৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল গোলাম রহমান একটি কল রিসিভ করেন। একজন কলার কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ফোন করে জানান, সেখানে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওই মাদ্রাসা শিক্ষককে আটকে রেখেছে।
‘কলার আরও জানায়, সেখানে এখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।’
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে চকরিয়া থানার উপপরিদর্শক সেলিম মিয়া ৯৯৯-এ ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।