এখন থেকে নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে রপ্তানিকারক নিজেই রপ্তানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন। এর আগে পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল।
রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রপ্তনিকারকরা সরাসরি রপ্তানি ডকুমেন্ট পাঠাতে পারবে। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আয় দেশে আসার পর তার মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।
বৈদেশিক লেনদেনব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রপ্তানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী রপ্তানি ডকুমেন্ট রপ্তানিকারক নিজেই বিদেশে পাঠাতে পারবে।
এডি ব্যাংক রপ্তানি আয় পাওয়ার পর মূল পরিবহন দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।