বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কথা কম, কাজ বেশি করতে হবে: গয়েশ্বর

  •    
  • ৩ অক্টোবর, ২০২১ ১৭:১৩

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে; কথা কম, কাজ বেশি করতে হবে। আমাদের কথা বলা অনেক বেশি হয়ে গেছে, কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমরা সেদিকে মনোযোগী হই এবং জনগণের মধ্য দিয়ে আগামী দিনের একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।’

সরকারকে ক্ষমতা থেকে সরাতে নিজেদের কথা কম বলে কাজ বেশি করার ওপর জোর দিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘ক্ষমতার রদবদল হলেও জনগণের ভাগ্যের রদবদল হয় না, তাই জনগণের ভাগ্য বদলাতে হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা অনুযায়ী কাজ করতে হবে।’

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ তার ভাগ্যের রদবদল সম্পর্কে খুব সচেতন। কারণ যারা অপরাধ করে, সবাই কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আইনের আওতায় থেকে তারা মুক্তি পায়। তাদের যথাযথ শাস্তি জনগণ যেভাবে প্রত্যাশা করে তা হয় না। যেটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত, কিন্তু সেটা হয় না।’

অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারাবে জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘শেখ হাসিনা যাবে এ কথায় কোনো সন্দেহ নাই। তার যাওয়ার পর তো কেউ না কেউ ক্ষমতায় আসবেন। সেটা যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা ভবিষ্যতে কী করবেন? এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি।

‘কারণ হাসিনার যে নির্যাতন, মুদ্রাপাচার, দুর্নীতি এগুলো মোটামুটি ঘরে ঘরে জানা। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সে মুক্তির লক্ষ্যে আপনারা ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেবেন এটা ঠিক করা জরুরি। কারণ, আমরা যেন আবার তার মতো কাজ না করি।’

কোনো দেশেই জনগণ চাইলে কোনো সরকারই টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন গয়েশ্বর। বলেন, ‘জনগণের ইচ্ছাশক্তির কাছে কোনো শক্তি টিকে থাকতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা এটা সকলেই জানে।’

তাই কথা বেশি না বলে বিএনপিকে কাজ করতে হবে বলে জানান তিনি।

বিএনপি নেতা বলেন, ‘এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে; কথা কম, কাজ বেশি করতে হবে। আমাদের কথা বলা অনেক বেশি হয়ে গেছে, কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমরা সেদিকে মনোযোগী হই এবং জনগণের মধ্য দিয়ে আগামী দিনের একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।’

ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা নেসারুল হক অনুষ্ঠানে সভাপতি ছিলেন।

দলের সদস্যসচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ অনেকেই।

এ বিভাগের আরো খবর