রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ইলিয়াস নামে আরও একজনকে আটক করেছে এপিবিএন। এর আগে এ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া কুতুপালং ৫ নম্বর ক্যাম্প থেকে রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক এসপি নাইমুল হক।
তিনি আরও জানান, আটক হওয়া ইলিয়াসকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে কক্সবাজার বিচারিক হাকিম আদালতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রিমান্ড শুনানি হয়। দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক তামান্না ফারাহ।
এর আগে শনিবার সন্ধ্যায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে উখিয়া থানা পুলিশ।
পরে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালত-৩-এর বিচারক দেলোয়ার হোসেন শামীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কীভাবে এ হত্যা
২৯ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত পৌনে ৯টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে তার বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় হঠাৎ একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।