বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুহিবুল্লাহ হত্যা: দুই আসামির ৩ দিনের রিমান্ড

  •    
  • ৩ অক্টোবর, ২০২১ ১২:২৭

কক্সবাজার বিচারিক হাকিম আদালতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রিমান্ড শুনানি হয়। পরে বিচারক তামান্না ফারাহ তাদের তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

কক্সবাজার বিচারিক হাকিম আদালতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রিমান্ড শুনানি হয়। পরে বিচারক তামান্না ফারাহ তাদের তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিরা হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম এবং কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের শওকত উল্লাহ।

এর আগে শনিবার সন্ধ্যায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে উখিয়া থানা পুলিশ।

পরে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালত-৩-এর বিচারক দেলোয়ার হোসেন শামীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কীভাবে এ হত্যা

২৯ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত পৌনে ৯টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে তার বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় হঠাৎ একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

পরে অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন জানায়, অজ্ঞাত ব্যক্তিরা ৫ রাউন্ড গুলি ছুড়ে, যার তিনটিই মুহিবুল্লাহর বুকে লাগে।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা করেন মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ।

এ বিভাগের আরো খবর