বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মনোনয়নপত্র জমা দিয়েই ‘চেয়ারম্যান’ 

  •    
  • ৩ অক্টোবর, ২০২১ ১০:২৯

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘এমপির আগমন উপলক্ষে ওই তোরণ আমি লাগিয়েছি। তবে চেয়ারম্যান শব্দের পর পদপ্রার্থী শব্দটি মিস্টেক হয়ে গেছে। এটা আমার ভুল না। কম্পিউটারের ভুল।’

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েই নিজেকে চেয়ারম্যান ঘোষণার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে।

উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. রফিকুল ইসলাম নান্নু শনিবার নির্বাচনি কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর নিজেকে চেয়ারম্যান দাবি করে মিষ্টি বিতরণ করেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পাঙ্গাসী বাজারের জহুরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েই মিষ্টি বিতরণ করেন নান্নু। তিনি বলেন, তোমরা এখন চেয়ারম্যানের মিষ্টি খাও। এখন থেকে আমিই তোমাদের চেয়ারম্যান।’

এ ছাড়া ইউনিয়ন পরিষদের ফটকের সামনে তৈরি করা তোরণে চেয়ারম্যান হিসেবে তার পরিচয় লেখা হয়েছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ফটকের সামনের ওই তোরণে লেখা হয়েছে, ‘পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।

‘তার নিচে লেখা হয়েছে, শুভেচ্ছান্তে মো. রফিকুল ইসলাম নান্নু। চেয়ারম্যান ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।’

নিজেকে চেয়ারম্যান ঘোষণার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন রফিকুল ইসলাম নান্নু।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘এমপির আগমন উপলক্ষে ওই তোরণ আমি লাগিয়েছি। তবে চেয়ারম্যান শব্দের পর পদপ্রার্থী শব্দটি মিস্টেক হয়ে গেছে। এটা আমার ভুল না। কম্পিউটারের ভুল।

‘আর মানুষ মিষ্টি খেতে চাইল, তাই সবাইকে নিয়ে একটু মিষ্টি মুখ করেছি। আল্লাহ চাইলে চেয়ারম্যান তো হতেই পারি।’

নান্নুর এমন দাবিতে অবশ্য স্থানীয় লোকজনের মধ্যে শুরু হওয়া আলোচনা-সমালোচনা থামেনি। তাদের প্রশ্ন, ‘ভোটের আগেই চেয়ারম্যান হলেন কেমনে?’

পাঙ্গাসী বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, ‘নান্নুকে সবাই বিএসসি মাস্টার বলে চেনে। সে কখনও আওয়ামী লীগ করেনি। তার নির্বাচনি পোস্টারে রাজনৈতিক কোনো পদবি না থাকলেও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, যে কারণে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে এই নান্নু বিএসসি।’

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘শুক্রবার সকালে ওই তোরণ পরিষদের প্রধান ফটকের সামনে লাগানোর পর থেকেই আমি বিভিন্ন লোকের প্রশ্নের সম্মুখীন হচ্ছি।’

পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এমন কাণ্ড জ্ঞানহীনতার পরিচয়।’

এ বিভাগের আরো খবর