ব্রাহ্মণবাড়িয়ায় নিউজবাংলা ফোরামের ৫ সদস্যের কমিটি গঠন হয়েছে। এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
ফোরামের বাকি সদস্যরা হলেন অ্যাডভোকেট নাসির, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাবিকুন্নাহার রীমা ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে শুক্রবার রাত ৯টার দিকে এক সভায় এ কমিটি ঘোষণা হয়।
ফোরামের প্রধান উপদেষ্টা আবদুন নূর বলেন, ‘নিউজবাংলা ফোরামের প্রধান উপদেষ্টা হতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পোর্টালটি অল্প সময়ে পাঠকের মন জয় করতে পেরেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে নিউজবাংলা ব্রাহ্মণবাড়িয়া ফোরাম তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবে।’