মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শনিবার বিকেলে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে তার সময়ে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়নি। বর্তমানে গান্ধীজির অহিংস নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।’
তিনি আরও বলেন, ‘গান্ধীজি যখন অহিংস নীতির কথা বলেছিলেন তখন ভারতবর্ষের দুই শতাংশ মানুষ তা গ্রহণ করেছিল। কিন্তু ১৯৭১ সালে যখন বঙ্গবন্ধু অহিংস নীতির ডাক দিলেন তখন ৯৯ শতাংশ বাঙালি তা মেনে নিয়েছিল।’
নোয়াখালীবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৪৭ সাল থেকে নোয়াখালীবাসী গান্ধীজির পদাঙ্ক অনুসরণ করে আসছে। তাই এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি। অহিংস নীতি অনুসরণ না করায় মিয়ানমারে দাঙ্গার সৃষ্টি হয়েছে।’
অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘গান্ধীজির জীবন ও বাণী আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে মহাত্মা গান্ধীর সার্ধতম জন্মদিনে জাতিসংঘে বলেছিলেন, গান্ধীজীর সাধারণ মানুষের প্রতি ভালবাসা এবং অহিংসার আদর্শ তৎকালীন শাসক গোষ্ঠীর নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সংগ্রামের দৃষ্টিভঙ্গি গঠনে অবদান রেখেছিল।’
আলোচনা সভায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য মিজ অরোমা দত্ত, জাতিসংঘের অন্তবর্তীকালীন প্রতিনিধি তৌমু পউতি আইনেন, নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমান উপস্থিত ছিলেন।