মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুই জনপ্রিয় গন্তব্য আবুধাবি ও দুবাইয়ে ফ্লাইট আবার চালু করছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
৩ অক্টোবর থেকে আবুধাবি ও ৪ অক্টোবর থেকে দুবাই রুটে ফ্লাইট চালুর তথ্য জানিয়ে শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীরা এখন থেকেই এই দুই রুটে টিকিট কিনতে পারবেন।
আরও জানানো হয়, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য আরটি-পিসিআর টেস্টের খরচ সরকারই বহন করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শনিবার বিকেলে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীকর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের খরচ এক হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
‘প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স প্রেরণ করে। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে।’
করোনাভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের মধ্যে কয়েকটি দেশ সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। নিষেধাজ্ঞা শিথিল করা হলেও বেশ কিছু শর্ত মানতে বলা হয়, বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের, এর মধ্যে যাত্রার ছয় ঘণ্টার মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট উল্লেখযোগ্য।
বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি-পিসিআর টেস্টের সুবিধা না থাকায় সম্প্রতি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের নেবে না বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এমিরেটস।
এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মোট সাতটি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে পিসিআর টেস্টের অনুমোদন দেয়। তবে এর মধ্যে অন্তত তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ছিল।