নিউজবাংলা ফোরাম নোয়াখালীর পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলার সভাপতি ও নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমকে।
ফোরামের বাকি সদস্যরা হলেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, চর উরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা ইমাম, ব্যবসায়ী নুরুল ইসলাম নিশান ও এনজিও কর্মকর্তা একরাম হোসেন।
ফোরামের প্রধান উপদেষ্টা আবুল কাসেম বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম খবরের ভেতরের খবর প্রকাশ করে দেশ ও দেশের মানুষের সার্বিক চিত্র তুলে ধরছে। এখন থেকে নিউজবাংলা ফোরাম নোয়াখালীর মানুষের কল্যাণে কাজ করবে। নিউজবাংলার বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়াই হবে লক্ষ্য।’