রাজধানীর মগবাজারের একটি বাসার তিনতলা থেকে পড়ে নাবিল ইসলাম নামের এক কিশোর নিহত হয়েছে। তবে তার পরিবার বলছে, তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, বেলা ২টার দিকে ১৬ বছরের ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই শাকিল ইসলাম বলেন, ‘মগবাজারের মধুবাগ উজ্জীবন গলি এলাকার একটি বাসার তিনতলায় রাসেল-জীবনসহ কয়েকজন মিলে নেশাজাতীয় কিছু খাইয়ে তাকে ফেলে দেয়। পরে আমরা খবর পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ২টার দিকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।’
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের পূর্ব রঘুরামপুরে। তারা মগবাজারের মীরবাগের মিরেরটেকে ভাড়া বাসায় থাকতেন। তার বাবা পেশায় ভ্যানচালক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোর নাবিলকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। আসার পরেই তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা। নাবিলের লাশের ওপর মাথা রেখে আহাজারি করে বলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান।