গোপালঞ্জের কাশিয়ানী হাসপাতালের চিকিৎসক সুব্রত সাহাকে কুপিয়ে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামের মাইক্রোবাসচালক আব্দুর রহিম বিশ্বাস, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের আরমান শিকদার ও রুবেল শিকদার এবং বাগঝাপা গ্রামের ইশানুর শেখ।
জেলা আদালতের মাধ্যমে শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস।
মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। রিমান্ডে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘আমরা এই মামলার অনেক দূর এগিয়েছি। তদন্তের স্বার্থে সবকিছু এখনই বলা যাচ্ছে না। আদালত রিমান্ডের আদেশ দিলে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডা. সুব্রত সাহা কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন। উপজেলা পশুসম্পদ অফিসের সামনে পৌঁছালে মাইক্রোবাসে এসে একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে মাইক্রোবাসে পালিয়ে যায় তারা।