কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ওই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয়া হয় বলে জানান প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী।
পরীক্ষার দায়িত্বে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ, সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক ও প্রক্টর অফিসের কর্মকর্তা কোমের আলী।
প্রক্টর বলেন, ‘আমাদের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় ছিল, তার ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা যায় কি না। তখন আমরা কারাগারেই সেই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি।’
এই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’
এ বিষয়ে পরীক্ষার সময় পরিদর্শকের দায়িত্বে থাকা সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেকই এই শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। ভর্তি পরীক্ষার কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি।
‘যত মিনিট আগে খাতা দেওয়ার কথা বা যখন প্রশ্নপত্র দেয়ার কথা, সব নিয়মই ঠিকভাবে পালন করা হয়েছে। আর এটি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’
শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার হয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন আবেদন করেন। আসন প্রতি লড়বেন ২০ জন।
শনিবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। একযুগে পরীক্ষা হয় দেশের সাতটি বিভাগের সাত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৬টি কেন্দ্রে।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয় শুক্রবার। এই ইউনিটে ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন আবেদন করেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৬৪ জন।
এদিন করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয়া হয় মেডিক্যাল সেন্টারে।