রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ‘আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি। ১৬ অক্টোবর থেকে সীমিত আকারে সকালে দুটি ও দুপুরে দুটি ট্রেন চলবে। সকালে বটতলী থেকে ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুটি ছাড়বে। দুপুরে দেড়টা ও আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়বে দুটি।
সীমিত পরিসরে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান শনিবার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি। ১৬ অক্টোবর থেকে সীমিত আকারে সকালে দুটি ও দুপুরে দুটি ট্রেন চলবে। সকালে বটতলী থেকে ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুটি ছাড়বে। দুপুরে দেড়টা ও আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে দুটি ছাড়বে।’
এরআগে কমপক্ষে একডোজ টিকা নেয়া সাপেক্ষে আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।