রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকায় ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে জিতু হাসান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
জিতুর বাড়ি পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম আহসাদুল ইসলাম।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জিতুর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, জিতুর শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
তেজতুরী বাজারের একটি ভবনে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে ইয়াসিন তালুকদার (৩১) ও জিতু হাসিন নামের দুই যুবক দগ্ধ হন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিতুর মৃত্যু হয়।