বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোংলায় মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন, ৮ কোচ

  •    
  • ২ অক্টোবর, ২০২১ ১২:৩৯

স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. ওহিদুজ্জামান বলেন, ‘শনিবার সকালে পঞ্চম দফায় জাপান থেকে আসা ইঞ্জিন ও কোচগুলো খালাস শেষে নদীপথে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।’

পঞ্চম দফায় মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে।

বন্দরের ৯ নম্বর জেটিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিন ও কোচগুলো নিয়ে ভিড়ে বিদেশি জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’।

এর আগে ১৭ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিদেশি জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. ওহিদুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার সকালে পঞ্চম দফায় জাপান থেকে আসা ইঞ্জিন ও কোচগুলো খালাস শেষে নদীপথে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, চলতি বছরের ৩১ মার্চ সর্বপ্রথম এমভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রোরেলের ৬টি কোচ আসে।

তারপর থেকে ধারাবাহিকভাবেই এ বন্দর দিয়ে ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি, ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন আসে। সবশেষ ১২ সেপ্টেম্বর ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল জাহাজটি মোংলা বন্দরে ভিড়ে।

এ বিভাগের আরো খবর