নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে লক্ষ্মীপুর নিউজবাংলা ফোরামের পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন হয়েছে।
ফোরামের প্রধান উপদেষ্টা করা হয়েছে লক্ষ্মীপুর জিল্লর রহিম কলেজের উপাধ্যক্ষ মো. জিয়াউর রহমান ফারুককে।
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের বাগবাড়ির করিম টাওয়ারে অবস্থিত ভিআইপি গেস্ট হাউজ হলরুমে নিউজবাংলার ফোরাম ঘোষণা করা হয়।
ফোরামের অন্য সদস্যরা হলেন- মো. জসিম উদ্দিন, ফেরদৌস ইসলাম মুন্না, দিদারুল আলম বাসার ও আমেনা বেগম।
ফোরামের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক জিয়াউর রহমান ফারুক বলেন, ‘লক্ষ্মীপুরে মানুষের কল্যাণে কাজ করবে নিউজবাংলা ফোরামের এ উপদেষ্টা কমিটি। নিউজবাংলার বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়াই হবে তাদের লক্ষ্য।’
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এ কমিটি সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
এর আগে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা।