রাজধানীর তেজগাঁও তেজতুরি পাড়া এলাকায় একটি ছয়তলা বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটেছে। এতে ২ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন ইয়াসিন ও জিতু।
শুক্রবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে দুজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ জানিয়েছে, দুজনই বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ইয়াসিনের শরীরের ৫০ ভাগ ও জিতুর ৬৪ ভাগ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজার এলাকায় ২৭/এ নাম্বারের একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিন তলার এক রুমে তিন জন থাকতেন। এই বিস্ফোরণের তারা আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা তেমন কিছু পাইনি। এছাড়া কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার উপপরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘আহত ২ জন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।’
তারা ভবনের তিনতলায় একটি মেস ভাড়া নিয়ে থাকতেন। তাদের কক্ষে মূলত বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেজগাঁওয়ের বিস্ফোরণে প্রাথমিকভাবে বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) উপকমিশনার আব্দুল মান্নান। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমার কোনো আলামত পাওয়া যায়নি। কীভাবে বিস্ফোরণ হল, তা আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।’