চট্টগ্রাম বন্দরে থাকা একটি বিদেশি জাহাজের দুই নাবিক অসুস্থ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার ওই দুই নাবিকের মৃত্যু হলেও বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়।
মৃত দুই নাবিক ইউক্রেনের নাগরিক। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে আন্তর্জাতিক নিয়মে ইউক্রেনে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন জাহাজটির স্থানীয় এজেন্ট।
বন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে আলফা অ্যাঙ্করেজে নোঙর করা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি এপি অ্যাসটারিয়া জাহাজের এক নাবিককে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজের কেবিনে মৃত অবস্থায় পাওয়া যায়।
ইউক্রেনের নাগরিক ওই নাবিক জাহাজের ফিটার হিসেবে দায়িত্ব পালন করতেন। পরে জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারও অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই নাবিককে মৃত ঘোষণা করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘নিজের কেবিনে মারা যাওয়া নাবিকের মরদেহ গত রাতে তার কেবিনেই ছিল। শুক্রবার সকালে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে আনা হয়েছে। অন্যদিকে চমেক হাসপাতালে মারা যাওয়া সেকেন্ড ইঞ্জিনিয়ারের মরদেহ হাসপাতালে রয়েছে।
শুক্রবার সকালে বন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জাহাজটি পরিদর্শন করেছেন।
জাহাজটির স্থানীয় এজেন্ট শোরলাইন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন টুটুল বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে বিদেশি জাহাজের দুই নাবিক মারা গেছেন। আন্তর্জাতিক নিয়মে মরদেহ ময়নাতদন্ত করে ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।’
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘একটি বিদেশি জাহাজের দুই নাবিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি জাহাজটির স্থানীয় এজেন্ট দেখভাল করছেন।’