নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিবার্ষিকীর দিনে জামালপুরে গঠন হয়েছে নিউজবাংলা ফোরাম।
ফোরামের প্রধান উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাযযাদ আনসারীকে।
জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে শুক্রবার রাত ৯টার দিকে কমিটি গঠন করা হয়।
পাঁচ সদস্যের এ কমিটির অন্য চারজন হলেন- জেলার বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীল সেলিম, সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী রুমান আহমেদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্তি আক্তার এবং নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন।
জামাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জামালপুর প্রতিনিধি দুলাল হোসাইনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফোরামের প্রধান উপদেষ্টা কবি ও সাহিত্যিক সাযযাদ আনসারী বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে। নিউজবাংলা যেন দেশ ও দশের কাজে সামনের দিকে এগিয়ে যায়। আমি তাদের সমৃদ্ধি কামনা করছি।’
ফোরামের অন্য সদস্যরা সবাইকে নিউজবাংলার সঙ্গে থাকার আহ্বান জানান।