নানা আয়োজনে লক্ষ্মীপুরে পালিত হয়েছে নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের করিম টাওয়ারের ভিআইপি গেস্ট হাউজের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সুজনের জেলা সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।
জেলা প্রতিনিধি আব্বাস হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দারী জিল্লুর রহিম কলেজের উপাধ্যক্ষ মো. জিয়াউর রহমান ফারুক, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এম জে আলম, বিটিভির জেলা প্রতিনিধি ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মো. জহির উদ্দিন, এসএটিভির জেলা প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সহিদ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, রায়পুর প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি মাহাবুবুল আলম মিন্টু, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মো. ইউসুফ হোসেনসহ অনেকে।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন পশ্চিম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মামুনুর রশিদ, জেলা বেসরকারি প্যাথলজি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক দিদারুল আলম বাসার, লক্ষ্মীপুর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো জয়নাল আবেদিন, ব্যবসায়ী ফেরদৌস ইসলাম মুন্না, হুমায়ন কবির, মোরশেদ আলমসহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা জানান, অল্প সময়ের মধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যম হিসেবে পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। যেভাবে নিউজবাংলা এগোচ্ছে আগামীতে তারা আরও ভালো অবস্থানে দাঁড়াতে পারবে বলে আশা করেন তারা।