বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশালে নিউজবাংলা ফোরাম গঠন

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ২১:৫৬

প্রধান উপদেষ্টা সাইফুর রহমান মিরণ বলেন, ‘নিউজবাংলাকে সামনে আরও এগিয়ে নিতে এই ফোরাম অনবদ্য ভূ‌মিকা রাখবে সামা‌জিক কর্মকাণ্ডে।’

ব‌রিশালে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিউজবাংলা ফোরাম গঠন করা হয়েছে।

শুক্রবার ব‌রিশাল রিপোর্টার্স ইউনিটিতে বেলা সাড়ে ১১টার দিকে উদী‌চী বরিশালের সভাপ‌তি সাইফুর রহমান মিরণকে প্রধান উপদেষ্টা করে ফোরাম ঘোষণা করা হয়।

ফোরামের বাকি চার উপদেষ্টা হলেন সামা‌জিক সংগঠক শুভংকর চক্রবর্তী, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, সংগঠক বাহাউ‌দ্দিন গোলাপ ও নিউজবাংলা টোয়েন্টিফোরের ব‌রিশাল প্রতি‌নিধি তন্ময় তপু।

প্রধান উপদেষ্টা সাইফুর রহমান মিরণ বলেন, ‘নিউজবাংলাকে সামনে আরও এগিয়ে নিতে এই ফোরাম অনবদ্য ভূ‌মিকা রাখবে সামা‌জিক কর্মকাণ্ডে।’

বা‌কি চার উপদেষ্টাও নিউজবাংলা ফোরামে সা‌র্বিক সহযোগিতা করবেন বলে জানান।

এ বিভাগের আরো খবর