উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে সিলেটে যাত্রা শুরু করেছে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের পাঠক ফোরাম।
শুক্রবার সন্ধ্যায় নিউজবাংলার বর্ষপূর্তি অনুষ্ঠানে ফোরামের এ উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে।
উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, নারীনেত্রী ইন্দ্রানী সেন সম্পা, সিলেট ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব ও নিউজবাংলার সিলেট ব্যুরোপ্রধান দেবাশীষ দেবু।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শেষে নিউজবাংলার সিলেট ব্যুরোপ্রধান দেবাশীষ দেবু ফোরামের উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন।
আত্মীয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ফারুক মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি নিউজবাংলা ফোরামের সঙ্গে যুক্ত থাকার সম্মতি জ্ঞাপন করেন।
ফোরামের উপদেষ্টা আব্দুল করিম কিম বলেন, ‘নিউজবাংলা প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশ করে আসছে। অনলাইন পোর্টালে চটুল ও রগরগে সংবাদ পরিবেশনের যে ট্রেন্ড তৈরি হয়েছে, তা থেকে নিজেদের আলাদা রেখেছে নিউজবাংলা।
‘গত এক বছরে আমরা নিউজবাংলার মধ্যে রুচি, নৈতিকতাবোধ ও সৎ সাংবাদিকতার একটি সমন্বয় দেখেছি। এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারা আনন্দের।’
প্রণবকান্তি দেব বলেন, ‘নিউজবাংলার সংবাদগুলো আমার পড়তে ভালো লাগে। তারা যেকোনো ঘটনার গভীরে প্রবেশ করে তার আড়ালের তথ্যগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার প্রশ্নেও তারা আপসহীন। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
শুক্রবার বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।