নওগাঁয় নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের অগ্রযাত্রার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউজবাংলা ফোরাম গঠন করা হয়েছে।
শহরের ব্রীজের মোড় এলাকায় আড্ডায় কফি হলরুমে শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা করা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, লেখক ও কলামিষ্ট এবিএম রফিকুল ইসলামকে।
অন্য উপদেষ্টারা হলেন মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী আয়েসা সিদ্দিকা, তরুণ সংগঠক আরাফাত হোসেন হিমেল, আবু ইউসুফ ও নিউজবাংলার নওগাঁ প্রতিনিধি সবুজ হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সমাজসেবক রোটারিয়ান চন্দন কুমার দেব, খালেদ বিন ফিরোজ, মিল্টন আহম্মেদ, সাজু রহমান সুজন, ডিএম লিজা সুলতানা, নিবেদিতা মুন ও আব্দুল সিফাত সাদিক।
ফোরামের সদস্য খালেদ বিন ফিরোজ বলেন, ‘নিউজবাংলায় প্রচারিত সংবাদ ও ভিডিও কন্টেন্টগুলো প্রতিদিনই দেখি। খুবই ভালো লাগে। পোর্টালটির পাঠক ফোরামের একজন সদস্য করায় আমি খুবই আনন্দিত। নিউজবাংলা পথ চলায় শুভ কামনা।’
কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশে যতগুলো মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম আছে তার মধ্যে নিউজবাংলা খুব ভালো সংবাদ পরিবেশন করছে। এক বছরেই এই সংবাদ মাধ্যমটি সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে।
‘আশা করছি আগামীতে আরও এগিয়ে যাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। আমাকে প্রিয় সংবাদ মাধ্যম নিউজবাংলা ফোরাম নওগাঁর প্রধান উপদেষ্টা করায় নিউজবাংলার সঙ্গে যুক্ত সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।’