নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
স্থানীয় ব্যবসায়ী জাহিদ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নিউজবাংলার জেলা প্রতিনিধি আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জমির উদ্দিন বেগ, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নজির আহম্মদ রতন, স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন, মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
আরও উপস্থিত ছিলেন ফেনী সমাচার সম্পাদক মুহিববুল্লাহ ফরহাদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সময় টেলিভিশনের প্রতিবেদক আতিয়ার সজল, দৈনিক অর্থনীতির জেলা প্রতিনিধি শাহজালাল ভূঞা, এস এ টিভির জেলা প্রতিনিধি মাঈনুল রাসেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদারুল আলম, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাবীহ মাহমুদ, বাংলানিউজের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি এমরান পাটোয়ারি, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক অজেয় বাংলার স্টাফ রিপোর্টার আশিকুন্নবী সজিব, ডিবিসির ক্যামেরাপারসন দুলাল তালুকদার, যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন জাহেদ হোসেন রনি, কাজী নজরুল ইসলাম সোহাগ, নাজিমুদ্দীন চৌধুরী, কাজী ইফতেখারুল আলম, কবি ও প্রভাষক জাহাঙ্গীর আলম, আবুল খায়ের লিংকন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নিউজবাংলা অল্প সময়ের মধ্যে পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। যেভাবে নিউজবাংলা এগোচ্ছে, আগামীতে তারা আরও ভালো অবস্থানে দাঁড়াবে।’